পারবারিক বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছোট ভাই খোকন মন্ডল (২৪) কে পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই লিখন মন্ডল (২৮)।
আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।
পারিবারিক সুত্র জানায়, ৪/৫ দিন আগে খোকন মন্ডলের সাথে তার বড় ভাই লিখন মন্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন খাতুন বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার সময় তার স্বামী লিখন মন্ডলকে বলে যায়, ঘটনার সুরাহা না হলে সে আর ফিরবে না।
এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়। রবিবার সকালে খোকন মন্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যায়। সেই সুযোগে লিখন মন্ডল ঘরে ঢুকে তার ঘুমন্ত ছোট ভাই খোকন মন্ডলকে হাতুরী-বাটাল দিয়ে মাথায় এলোপাথারী আঘাত করে পালিয়ে যায়।
পরে চিৎকারে শুনে স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মন্ডল পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign