পাবনায় ট্রেনের জ্বালানী তেলসহ বাধন নামের এক চোরকে আটক করেছে র্যাব ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার বেনারশী পল্লী থেকে তাকে আটক করে র্যাব।
আটককৃত মো. বাধন (৩০) ঈশ্বরদী উপজেলা ফতেহ মোহম্মদপুর এলাকার আব্দুল মতিনের ছেলে।
র্যাব পাবনা ক্যাম্প সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় ঈশ্বরদী থানার বেনারশী পল্লী এলাকায় ইজিবাইকে করে ৩ জন ব্যক্তি ট্রেনের জ্বালানী তেল চুরি করে নিয়ে যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাব তাদের আটক করার সময় ২জন পালিয়ে গেলেও বাঁধন কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৬৫০ লিটার ট্রেনের জ্বালানী তেল, ৫ হাজার টাকা, একটি অটোবাইক, ২টি তেলের জারিকেন উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক আসামীসহ পলাতক আসামীরা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রেনের জ্বালানী তেল চুরি করে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় ধৃত আসামীসহ পালাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh