সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার বাকি রয়েছে আর মাত্র ২ দিন। এরই মধ্যে পুরোদমে চলছে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া ও সৌন্দর্যের কাজ। এ বছর পাবনার ঈশ্বরদীতে ২৫টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক গণেশ চন্দ্র সরকার জানান, প্রতিমা তৈরির পাশাপাশি পুজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
ঈশ্বরদীর পৌর এলাকায় ৭টি মন্ডপসহ সকল ইউনিয়নের পুজা মন্ডপ গুলোতে প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে। দিন রাত পরিশ্রম করছেন কিভাবে দেবির প্রতিকৃতিতে সৌন্দর্যের ছোঁয়া লাগানো যায়। কিভাবে অন্য মন্ডপের চেয়ে নিজের তৈরি প্রতিমাকে আলাদা ভাবে সৌন্দর্য মন্ডিত করে ফুঁটিয়ে তোলা যায়।
এ বছর ঈশ্বরদীর বারোয়ারি ঠাকুরবাড়ি মন্দির, মৌবাড়িয়া মন্দির, রেলওয়ে কলোনী মন্দির, মাতৃ মন্দির, সুইপার কলোনী মন্দির, দাশুড়িয়া মন্দির, নতুন হাট মন্দির, পাকশী মন্দির, সাহাপুর মন্দির, আরামবাড়িয়া মন্দির, সাঁড়া ৫ নং ঘাট মন্দির, মূলাডুলি মন্দির, সাঁড়া মন্দির ও লক্ষীকুন্ডা মন্দিরসহ বিভিন্ন জায়গায় দূর্গা পুজার প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তী জানান, এ বছর ঈশ্বরদীতে ২৫টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পুরোদমে চলছে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া ও সৌন্দর্যের কাজ।
প্রতিমা শিল্পীরা সৌন্দর্য ফুঁটিয়ে তুলতে নিপুন হাতে প্রতিমার গায়ে রংয়ের ছোঁয়া, কাপড় ও অলংকারের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। ইতিমধ্যেই প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য গঠন করা হয়েছে শক্তিশালী স্বেচ্ছাসেবক কমিটি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign