পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা চলাকালে বেলুনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, দেশব্যাপী জাতীয় উন্নয়নমেলার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলছিল। মেলায় একটি দোকানে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন এক বিক্রেতা।
বেলুন ফোলানোর সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই বিক্রেতাসহ মেলায় আগত অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনই শিশু। এ সময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ আসমা খান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসকরা।
আহতরা হলেন, গ্যাস বেলুন বিক্রেতা পাবনা সদর উপজেলার গোবিন্দা এলাকার শুকুর আলীর ছেলে মো. বাপ্পি (৩৫), ঈশ্বরদী শহরের পিয়ারাখালী মহল্লার ভোদনের ছেলে তুষার হোসেন (১০), রেলওয়ে নাজিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর মহল্লার আবু সাঈদের ছেলে আলিম হোসেন (১২), নাসিম উদ্দিন খোকার ছেলে সোহান হোসেন (১২), ফারুক হোসেনের ছেলে ফরহাদ হোসেন (১২), রুস্তম আলীর ছেলে রাব্বি (১২) ও মেহেদী হোসেনের হাসান আলী (১২)।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh