পাবনার ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর ড্রাইভারপাড়ার আটকে পড়া পাকিস্থানী ক্যাম্পে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৬টি ঘরের সমস্ত মালামাল। সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রহস্থ ভলু খান, সাহেব আলী, মেহেরুন বেগম, কাল্লু, শোগরা, গুলসের ও লিটন জানান, ভলু বাড়িতে না থাকায় ঘর তালাবদ্ধ ছিল। প্রথমে ভলুর ঘরের বৈদ্যুতিক মিটার বাষ্ট করে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস আসার আগেই ৬টি ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে তাদের ছয় থেকে সাত লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ পরিদর্শন করেছেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: আরিফুর রহমান বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের আগুন থেকে ৬টি ঘরের মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh