পাবনা-রাজশাহী রেললাইনের ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে কালিকাপুর বাজার সংলগ্ন ১৬নং ব্রিজের লেবেল ক্রসিংয়ের কাছে রেললাইনের ওপর ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় এলাকাবাসী পাট কাটতে গিয়ে রেললাইনের ওপর ছিন্ন ভিন্ন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবগত করে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কয়েক টুকরো হয়ে গেছে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা পাবনাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign