ভাগ্য
বলবো তোমায় অনেক কথা
ভাবছি মনে মনে,
একটু খানি দাওনা সময়
আমার প্রয়োজনে।
না বলা সব কথা যত
বলবো আজি অবিরত
শুনে রাখো যদি বলার
সময় না আর পাই,
কষ্টগলো হৃদয় খুড়ে
খাবে সর্বদাই।
একটু খানি বসো পাশে
ছড়াও আলো মন আকাশে
ব্যাকুল হৃদয় উঠবে ভরে
শুনলে মনের কথা,
স্বপ্ন পাখি উঠতো ডেকে
ভেঙ্গে নীরবতা।
আহা! তুমি কি শোনালে
ভিজালে বুক আঁখি জলে
না বলা সব কথাগুলো
হলোনা আর বলা,
ভাগ্য আমার স্থির করেছে
একলা পথে চলা।।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh