কলা পাতার ঘরে
মজার মজার চলতো খেলা
সারাটা দিন ধরে।
ও পাশ থেকে বলতো ডেকে
এই যে শোনো ভাই,
তাড়াতাড়ি দাও এনে দাও
চিনি আর সেমাই।
কাঁঠাল পাতার টাকা দিয়ে
বলতো এই যে নাও,
রাঁধতে হবে জলদি করে
বাজার এনে দাও।
এমনি কথা শুনে
পাতার থলে ভরে কি সব
আনতো সদাই কিনে।
মিছেমিছি রান্নাবাড়া
ব্যস্ত যেন সব,
কি আনন্দ সবার মনে
এ যেন উৎসব।
কাঁদা মাটির খাবার আহা
পাতার থালা ভরে,
মুখ নেড়ে সব খাচ্ছে যেন
তৃপ্তি সহকারে।
আহারে সেই খেলা
ভাবায় এখন কেমন ছিল
মজার ছোট বেলা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign