পাবনার আতাইকুলা থানার আলোচিত প্রতিবন্ধী গণধর্ষন মামলার অন্যতম পলাতক আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ জুন) রাতে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
আটক মানিক শেষ উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের শিবপুর গ্রামের সোরহাব শেখের ছেলে। শনিবার (২৯ জুন) তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ছোট মঙ্গলগ্রামের এক প্রতিবন্ধীকে স্থানীয় কয়েক যুবক গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে আতাইকুলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৪ তাং ১৫/৪/২০১৯।
মানিক শেখ এ মামলার অন্যতম আসামী দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আটক করা হয় বলে মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত এ মামলার তিনজন আসামীকে আটক করা হয়েছে। অন্য পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign