পাবনায় নিখোঁজের দু’দিন পর এক অটোবাইক চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৭ সেপেটম্বর) সকাল নয়টার দিকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোবাইক চালক মারুফ হোসেন (৪২) পাবনা পৌর এলাকার কালাচাঁদপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, গত সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে ব্যটারীচালিত অটোবাইক চালক মারুফ হোসেন নিখোঁজ হন। তার সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সদর থানার একটি সাধারণ ডায়েরী করেন পরিবারের লোকজন।
বৃহস্পতিবার সকালে আতাইকুলা থানার আলোকদিয়ার ব্রিজের নিচে একজনের বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় গলিত মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে থানায় গিয়ে মরদেহটি মারুফের বলে সনাক্ত করে স্বজনরা।
ওসি জানান, কারা, কি কারণে আর কিভাবে মারুফকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh