পাবনার চাটমোহরে আতঙ্কিত গ্রামবাসীর হাতে প্রাণ হারালো একটি নিরীহ অজগরের বাচ্চা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে ফেসবুকসহ মানুষের মুখে মুখে বিষয়টি ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় আশেপাশের কয়েকটি গ্রামের উৎসুক মানুষ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চকউথুলী গ্রামের পাশে বিলে মাছ ধরতে যায় জুয়েল, আজমির ও জাহাঙ্গীর নামে তিন তরুণ। জমির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় আইলের পাশে শুয়ে থাকা দেখে তারা ভয় পেয়ে যায়। পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সাপটিকে পিটিয়ে মারে।
মারার পর আলোতে নিয়ে দেখা যায় সাপটি অজগরের বাচ্চা। মৃত অজগরটি প্রায় ৬ ফুট লম্বা, ওজন প্রায় ১৫ কেজি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী বলেন, মুলত ভয় পেয়ে মানুষ সাপটিকে মেরে ফেলেছে। পরে অজগরটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, উত্তরের জেলায় হঠাৎ করে অজগর সাপের দেখা মেলায় আতংক বিরাজ করছে ওই এলাকায়। কোথা থেকে কিভাবে অজগরের আগমন ঘটলো তা নিয়ে চলছে আলোচনা।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল এইচ খান বলেন, এই ধরনের সাপ মুলত পাহাড়ী অঞ্চলে বসবাস করে। পাবনায় এই সাপের সন্ধান পাওয়া বিরল ঘটনা। সম্ভবত পাহাড়ী ঢল বা বন্যার পানিতে সাপটি ভেসে আসতে পারে বলে ধারনা করছি।
পাবনার বন্যপ্রানী বিষয়ক সংগঠন নেচার এ্যান্ড ওয়াইল্ডলাইফ কনসার্ভেসন কমিউনিটির সভাপতি এহসান আলী বিশ্বাস জানান, অজগর মুলত নির্বিষ সাপ। এরা মানুষের কোন ক্ষতি করে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের একটি বড় ভুমিকা রয়েছে। সচেতনতার অভাবে বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে সাপ মেরে ফেলে। আমরা জানতে পারলে সাপটিকে বাঁচাতে পারতাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign