পাবনার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (০৭ অক্টোবর) দুপুরে আটঘরিয়া থানা ভবনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসপি (প্রভিশনাল) নাসরিন সুলতানা। বক্তব্য রাখেন বিদায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, থানার এসআই সাদিক সেলিম, এসআই হাসান তৌফিক, এএসআই শিমন সরকার, এএসআই বুলবুল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, ওসি আনোয়ারুল ইসলাম আটঘরিয়া থানায় যোগদানের পর তার কর্মনিষ্ঠায় জেলার মধ্যে তিনি শেষ্ঠ ওসি ও শেষ্ঠ থানা নির্বাচিত হয়েছিলেন। তার প্রচেষ্ঠায় টিম আটঘরিয়া সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে সুনাম অর্জন করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh