পাবনার আটঘরিয়ায় একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রাম থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আটঘরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিরামপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে লালু’র ছেলে মিজানুর রহমান বাবুর ঘর থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অভিযানের খবর পেয়ে মিজানুর রহমান বাবু আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, মিজানুর রহমান বাবু আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের আপন চাচাতো ভাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign