পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতা হলো-আটঘরিয়া উপজেলার নছিরামপুর গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে রেদওয়ানুর রহমান ওরফে রাজু (৩৫)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার খলিলুর রহমান (এএসপি) জানান, আটঘরিয়া উপজেলার নছিরামপুর গ্রামের আক্কেল হাজীর বাড়ির সামনে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল।
অভিযানে ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা রেদওয়ানুর রহমান ওরফে রাজুকে আটক করা হয়। এ সময় তার কাছ ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড ও নগদ ২ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দায়ের করে আটক রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh