পাবনার আটঘরিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে শ্যালোইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে আমিরুল ইসলাম নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম (৪০) চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও রাবেয়া খাতুন (২২)।
হতাহত সবাই সিএসনজি অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আটঘরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল আজিজ জানান, চাটমোহর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনা শহরে যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়ার ভবানীপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষ হলে তিনজন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh