করোনাভাইরাসে অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর তালিকায় এবার যোগ হলো পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগের নাম। ‘এসো বন্ধু হাত বাড়াই. মানবতার সেবায়’ স্লোগানে অসহায় মানুষের দিকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল ক্ষমতাসীন দলটি।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল নয়টায় পৌর সদরের শাহী মসজিদ মোড়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
এ সময় পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুজ্জোহা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইমুর রহমান পাভেল, যুবলীগ নেতা রেজাউল করিম পলাশ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ বকুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাগর হোসেন, সাবেক ছাত্রনেতা গিয়াস আযম, রাজু, মিলন, আইন, শিহাব, শাকিব খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, আলু ১ কেজি, ডেটল সাবান ১টি। উদ্বোধনী দিনে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডের ৫শ’ জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে দুই হাজার কর্মহীন মানুষকে এই সহায়তা দেয়া হবে বলে জানা গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh