পাবনার চাটমোহরে সরকারি জায়গা দখল করে তৈরী অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার দুপুরে অভিযান চালিয়েছে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি।
এর আগে একইদিন সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সরকারি জায়গা, সড়ক ও ফুটপাত দখল করে তৈরি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমারের নেতৃত্বে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চাটমোহর থানা মোড় থেকে হাসপাতাল সড়ক, জেলা পরিষদ ডাকবাংলো সড়ক, পুরাতন বাজারের মুরগী বাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে সরকারি জায়গা ও সড়কের উপর নির্মিত অবৈধ দোকানীদের ৪৪ জনের তালিকা তৈরি করা হয় এবং আগামী সাতদিনের মধ্যে সকল দোকানপাট সরিয়ে নিতে দখলকারীদের নির্দেশ দেয়া হয়।
অন্যথায় পরবর্তীতে তা ভেঙ্গে উচ্ছেদ করাসহ জেল জরিমানা করা হবে বলে হুঁশিয়ারী দেন কর্মকর্তারা। ব্যবসায়ীরাও তাদের দোকানপাট সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর অবৈধভাবে পার্কিং করা শ্যামলী ফুড প্রোডাক্টস এর পণ্যবাহী গাড়ির চালককে ২শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় হাসপাতালের অভ্যন্তরে কোনো গাড়ি পার্কিং না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও সরকার অসীম কুমার।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরোজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. স ম বায়েজিদ উল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. বদরুদ্দোজা বাবু, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুর রহমান রানা, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, উপজেলা ওষধু ব্যবসায়ী সমিতির সাংগঠনকি সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh