পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৯ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত।
পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মোঃ রোস্তম আলী মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
দন্ড প্রাপ্ত ব্যক্তি সাগর আলী মিন্টু (৪০) সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
আদালত সুত্র জানায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে রোস্তম আলীকে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে। ওই দিনই সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
দীর্ঘ শুনানী ও ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালত আসামী সাগর আলী মিন্টুকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১২ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাবাসের নির্দেশ দেন।
রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে আ্যডভোকেট শাহজাহান আলী খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুল বারেক মামলা পরিচালনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign