সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার উর্বর ভূমি চাটমোহর থেকে প্রকাশিত হলো আরেকটি সাহিত্য পত্রিকা। স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র পক্ষ বের করা হলো ‘তারুণ্যের আলো সাহিত্য তরী’ নামের এ পত্রিকাটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল চারটায় উপজেলা পরিষদের হলরুমে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয় পত্রিকাটির প্রকাশনা উৎসব। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মো: জিয়ারুল হক সিন্টু এলডিও’র নির্বাহী পরিচারক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, চেতনায় চাটমোহরের প্রতিষ্ঠাতা অ্যাডমিন জেমান আসাদ।
বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন এবং তরুণদের সাহিত্য চর্চা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন। আলোচনা পর্ব শেষে সাহিত্য তরী’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
এ সময় অংকন শিক্ষক মানিক দাস, সাংবাদিক শাহীন রহমান, চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হোসনে আরা হাসি, তারুণের আলো সাহিত্য তরী পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক, সহযোগী সম্পাদক মেহেদী হাসান মিলন, শেখ জাবের আল শিহাব, হুমায়ুন আহমেদ সজিব উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক সাহিত্য তরীর প্রথম সংখ্যায় ৬৯ জনের লেখা স্থান পেয়েছে। ১২ পৃষ্ঠার পত্রিকাটির প্রথম ও শেষ পাতা রঙীন। তিন মাস পর পর নিয়মিত পত্রিকাটি প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন প্রকাশকরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh