চাটমোহরের দূর্গা মন্দির গুলোতে বাজনাদার ও পূজার কাজে সহযোগীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। কোন ধর্ম বা গোষ্টি কথা চিন্তা না করে মুলত তাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে এমন উদ্যোগ নেয় বজ্রমুষ্ঠি ফাউন্ডেশন।
শনিবার (০৫ অক্টোবর) নিমাইচড়া পূজা মন্দিরে ২৮ জন বয়স্ক হিন্দুদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া চাটমোহরের বিভিন্ন মন্দিরের বাজনাদার ও পূজার কাজে সহযোগী ৩২ জনের মাঝে নতুন বস্ত্র দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, বজ্রমুষ্ঠি ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজেন্দ্র নাথ কুন্ডু, সভাপতি জয়দেব কুন্ডু গনো, সহ সভাপতি হোসনে আরা হাসি, ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান, সহ-সম্পাদক মৃদুল, কোষধ্যক্ষ মানিক দত্ত, প্রহল্লাদ কুন্ডু প্রমুখ।
Development by: webnewsdesign.com