পাবনার চাটমোহরে করোনাভাইরাসের প্রভাবে দেড় হাজার কর্মহীন পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. কমল কৃষ্ণ কুন্ডু।
শনিবার সকালে হরিসভা মন্দির প্রাঙ্গনে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রান্তের কর্মহীন মানুষদের মধ্যে উপহার হিসেবে দেয়া খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।
উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন, পৌর মেয়র মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, সাবেক পৌর মেয়র অধ্যাপক আবদুল মান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh