পাবনার চাটমোহরে এবারই প্রথম একদিনে একসাথে ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার বুধবার (২২ জুলাই) রাত সোয়া নয়টায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য মতে, করোনা পজিটিভ শনাক্ত হওয়া এই ১১ জনের মধ্যে ৬ জন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী। বাকি ৫ জন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।
আক্রান্তদের গত ৭ ও ৮ জুলাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ আসলো। নমুনা দেয়ার পর রিপোর্ট আসতে ইতিমধ্যে ১৫ দিন অতিবাহিত হয়েছে। তাদের মধ্যে কারো করোনার মৃদু উপসর্গ ছিল। বর্তমানে তারা অনেকটাই ভাল আছেন।
উল্লেখ্য, এ নিয়ে চাটমোহর উপজেলায় মোট ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। অপরদিকে, শুরু থেকে এখন পর্যন্ত চাটমোহরে আক্রান্তদের মধ্যে ১৬ জন সুস্থ্য হয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh